Cover Page:
প্রচ্ছদ:
[ সংস্করণ ভেদে কভার পেজ বা প্রচ্ছদ এর পরিবর্তণ হতে পারে ]
পুস্তকের বিষয়বস্তু
শিশুদের
কিছু সাধারণ রোগাবস্থার নাম, কারণ, লক্ষণ, জটিলতা, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, প্রতিরোধ ও তাদের লক্ষণভিত্তিক
প্রাথমিক উপশম প্রদায়ক চিকিৎসা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই পুস্তকে যে
সকল বিষয়ে আলোকপাত করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য-
ü
একটি
শিশুকে চিকিৎসা প্রদান করার জন্য কিভাবে শিশুকে পরীক্ষণ
করতে হবে।
ü
নবজাতকের
যত্ন; যেমন- জন্মের পর পর নবজাতকের
কি যত্ন নিতে
হবে, তার খাদ্যাভ্যাস, বস্ত্র ও দৈনিক যত্ন কেমন
হবে। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর কেমন যত্ন নিতে
হবে? শিশুর বৃদ্ধি ও বিকাশ কিভাবে
পর্যবেক্ষণ করতে হবে। ইত্যাদি।
ü
নবজাতকের
সাধারণ রোগাবস্থা যেমন-নবজাতকের জন্ডিস, খিঁচুনি, জ্বও, প্রস্রাব-পায়খানা বন্ধ থাকা,
অনিয়মিত মলত্যাগ, পাতলা পায়খানা, চোখ দিয়ে পানি পড়া, বমি, মোচরানো, মুখে ঘা, গায়ে হামের
মত র্যাস
হওয়া, দেহের ত্বক উঠে যাওয়া ইত্যাদির পরিচিতি, কারণ, জটিলতা, প্রয়োজ্য ক্ষেত্রে উপশম
প্রদায়ক প্রাথমিক চিকিৎসা ।
ü
সাধারণ
শিশুরোগ, যেমন- জ্বর, সর্দ্দি, কাশি, শ্বাসকষ্ট, রক্ত স্বল্পতা, অপুষ্টি, মুখে ঘা, বমি, ডায়রিয়া, আমাশয়, কৃমি, জন্ডিস, খোস পাচড়া, জল বসন্ত ইত্যাদির
পরিচিতি, কারণ, জটিলতা, প্রয়োজ্য ক্ষেত্রে উপশম প্রদায়ক প্রাথমিক চিকিৎসা ।
উপরোক্ত
ক্ষেত্রে ব্যবহৃত ঔষধগুলোর জেনেরিক নাম, একাধিক বানিজ্যিক নাম, সম্ভাব্য ডোজ ও চিকিৎসাকাল এবং
আরো তথ্য এই পুস্তকে প্রদান
করা হয়েছে।
একনজরে পুস্তকটির কয়েকটি পৃষ্ঠা
======================
পুস্তকের নামঃ পল্লী চিকিৎসায় শিশুরোগ ও চিকিৎসা
রচয়িতাঃ ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল কাইয়ুম
159 নং প্রকাশনা ।
প্রকাশকঃ মেডিসাইন্স পাবলিকেশন
======================
পল্লী চিকিৎসায় শিশুরোগ ও চিকিৎসা
(বাংলা ভাষায় রচিত)
পুস্তকটি ক্রয়ের জন্য যোগাযোগ
মেডিসাইন্স পাবলিকেশন এন্ড
শাহিন মেডিকেল বুক সেন্টার
১২৬, ইসলামিয়া মার্কেট ( মেডিকেল গলি ),
নীলক্ষেত, ঢাকা-১২০৫
মোবাইল- ০১৭১৫- ৯৯ ০৯ ৬৬
Post a Comment