পল্লী চিকিৎসায় সার্জারী ও নাক-কান-গলা

 


Cover Page:

প্রচ্ছদ:

সংস্করণ ভেদে কভার পেজ বা প্রচ্ছদ এর পরিবর্তণ হতে পারে ]


পুস্তকের বিষয়বস্তু

চিকিৎসা বিজ্ঞানের সার্জারী আওতাভূক্ত কিছু সাধারণ রোগাবস্থার নাম, কারণ, লক্ষণ, জটিলতা, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, প্রতিরোধ তাদের লক্ষণভিত্তিক প্রাথমিক উপশম প্রদায়ক চিকিৎসা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই পুস্তকে যে সকল বিষয়ে আলোকপাত করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য-

ü  মানবদেহের সিস্টেম ভিত্তিক বিভিন্ন সার্জিক্যাল রোগাবস্থা পরিচিতি, কারণ, লক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, উপশম প্রদায়ক প্রাথমিক চিকিৎসা ইত্যাদি

ü  বিভিন্ন ধরণের আঘাত ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা

ü  ক্ষতস্থান সেলাই করা ব্যান্ডেজ করার প্রক্রিয়া

ü  নাকের বিভিন্ন রোগাবস্থা পরিচিতি প্রাথমিক চিকিৎসা

ü  কানের সাধারণ রোগাবস্থা পরিচিতি প্রাথমিক চিকিৎসা

ü  গলার  সাধারণ রোগাবস্থা পরিচিতি প্রাথমিক চিকিৎসা

ü  চোখে সাধারণরোগাবস্থা পরিচিতি প্রাথমিক চিকিৎসা

উপরোক্ত ক্ষেত্রে ব্যবহৃত ঔষধগুলোর জেনেরিক নাম, একাধিক বানিজ্যিক নাম, সম্ভাব্য ডোজ চিকিৎসাকাল এবং আরো তথ্য এই পুস্তকে প্রদান করা হয়েছে।


একনজরে পুস্তকটির কয়েকটি পৃষ্ঠা

======================


পুস্তকের নামঃ পল্লী চিকিৎসায় সার্জারী ও নাক-কান-গলা

রচয়িতাঃ  ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল  কাইয়ুম

              157 নং প্রকাশনা ।

প্রকাশকঃ মেডিসাইন্স পাবলিকেশন


    ======================

  পল্লী চিকিৎসায় সার্জারী ও নাক-কান-গলা

(বাংলা ভাষায় রচিত)

পুস্তকটি ক্রয়ের জন্য যোগাযোগ

 

মেডিসাইন্স পাবলিকেশন এন্ড

শাহিন মেডিকেল বুক সেন্টার

১২৬ইসলামিয়া মার্কেট ( মেডিকেল গলি ),

নীলক্ষেতঢাকা-১২০৫

মোবাইল০১৭১৫৯৯ ০৯ ৬৬



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post